নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য: 
ছেলের অন্নপ্রাশনে গাছের চারা বিতরনের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার আর্জি দিনহাটা মহকুমার টিয়াদহ গ্রামের অধিবাসী প্রসাদ বর্মনের। গতকাল ছেলে পারিজাত বর্মনের অন্নপ্রাশন ছিল। সেখানে আমন্ত্রিত প্রায় সকল অতিথিদের হাতে তিনি চারা গাছ তুলে দেন। 

পেশায় ওষুধের দোকানের কর্মরত প্রসাদ বাবু জানান " ভারসাম্য রক্ষায় গাছ লাগানো খুবই জরুরি, তাই এই সাধারণ উদ্দ্যোগ। "

এ বিষয়ে আমন্ত্রিত অতিথি অভিজিৎ দাস (শিক্ষক) জানান " বিষয়টি খুবই প্রশংসনীয়, ওনার উদ্যোগ কে সাধুবাদ জানাই। "

কী বললেন প্রসাদ বিস্তারিত দেখুন ভিডিওতে....