দিনহাটাঃ নিতাই এর স্মৃতি ভুলতে না ভুলতে দিনহাটা কলেজে আবারো গুরুতর আহত ১ ছাত্র, জখম কয়েকজন ।
আজ দিনহাটা কলেজে বহিরাগত দুষ্কৃতি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয় হয় বলে অভিযোগ ।

জানাগেছে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে দিনহাটা কলেজ চত্বর। সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয়। এদের মধ্যে সাগর সরকার নামে এক ছাত্র আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। এই ঘটনায় দিনহাটায় প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এই মুহূর্তে একজন ছাএ দিনহাটা হাসপাতালে ভর্তি । আহত ছাএের নাম রাকেশ আলী।  আহত ছাএের অভিযোগ- " বহিরাগত দুষ্কৃতিরা ছাএের উপর ইট ও পাথর নিয়ে হামলা করে।"

দিনহাটার থানার আই সি সঞ্জয় দও বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

২০১৮ তে এই কলেজের প্রথম বর্ষের এক ছাত্র অলোক নিতাই দাসের মৃত্যু ঘটে ছাত্র সংঘর্ষে। সেই স্মৃতি ফিকে হতে না হতেই আবারও ছাত্র সঙ্ঘর্ষে আতঙ্কিত ছাত্র-ছাত্রী-অভিভাবক সহ সাধারণ মানুষ। 

এস এফ আই এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস বলেন- "তৃনমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলে দিনহাটা কলেজে জঙ্গলে রাজত্ব চলছে। দিনহাটা কলেজের পরিচালন সভাপতি উদয়ন গুহ ব্যর্থ গোষ্ঠী কন্দোল থামাতে।"



বিস্তারিত আসছে...