আরিফ হোসেন, কোচবিহার, ২০ই জানুয়ারী: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশজুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক মহল থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও বিরোধীতায় সরব হয়েছে। এর থেকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। 

সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে আজ সারা রাজ্য জুড়ে এনআরসি-সিএএ-এনপিআর প্রতিরোধে মানব বন্ধন কর্মসূচি সংগঠিত হয়। এদিন কোচবিহার শাখার পক্ষ থেকে কাছারি মোড়ে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়‌। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এডভোকেট কিশোরানন্দ ভট্টাচার্য, সহ সভাপতি অমর পাল, সম্পাদক সৌমিন্দ্র চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সম্পাদক সৌমিন্দ্র চন্দ্র দাস বলেন, "আসাম থেকে অভিজ্ঞতা নিয়ে বিজেপি আরএসএস এর মিথ্যা বিভ্রান্তির বিরুদ্ধে ধর্ম ভাষা দল মত বিভাজন ভুলে এক মঞ্চে এসে এনআরসি-সিএএ-এনপিআর প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা কোচবিহার এর গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন করছি, পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় শক্তিশালী এনআরসি বিরোধী নাগরিক কমিটি গড়ে তুলতে  হবে।"

আজ সারা বাংলা NRC বিরোধী নাগরিক কমিটির ডাকে মানব বন্ধন কর্মসূচি পালিত হয় দিনহাটার হাসপাতাল মোড়েও। NRC NPR CAA বিরোধী স্লোগানে মুখরিত হলো দিনহাটার পথ। ছাত্রছাত্রী শিক্ষক ও সাধারণ নাগরিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।