![]() |
Pic Src: Internet |
CAA, NRC, NPR প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে ধর্মঘট, জনজীবন স্বাভাবিক রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকারের
CAA, NRC, NPR প্রত্যাহার সহ একাধিক দাবিতে দেশজুড়ে ধর্মঘট। আজ দেশব্যাপী ছাত্র ধর্মঘটেরও ডাক দেওযা হয়েছে। ধর্মঘটের ডাক দিয়েছে ১৭ টি শ্রমিক সংগঠনও। ধর্মঘটে সামিল রয়েছে কংগ্রেসও। বেহাল অর্থনীতি, বেসরকারিকরণ, বিলগ্নিকরণ-সহ একাধিক কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন। বাতিল হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস। বাতিল তুফান এক্সপ্রেস। বেশ কিছু ট্রেনের রুট বদল। রুট বদল দুন এক্সপ্রেসের। রুট বদল যোধপুর-হাওড়া এক্সপ্রেসের। হাওড়া-বর্ধমান শাখায় ৫টি লোকাল ট্রেনও বাতিল হয়েছে।
তবে ধর্মঘটের বিরোধিতায় রয়েছেন রাজ্য সরকার। ইস্যুকে নৈতিক সমর্থন জানিয়েও ধর্মঘট বিরোধিতা। সরকারি কর্মীদের ছুটি বাতিল নবান্নের। কাজে যোগ না দিলে বেতন কেটে নেওয়া হবে। জনজীবন স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের। আজ বুধবার পথে নামানো হয়েছে অতিরিক্ত ৫০০ সরকারি বাস। ট্যাক্সি-অটো-অ্যাপ ক্যাবও চালাতে বলেছে রাজ্য সরকার।
ধর্মঘটে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে যাত্রীদের যাতায়াতের জন্য অতিরিক্ত সরকারি বাস চলছে। শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত বাস চলছে। অনেক ক্ষেত্রে ট্যাক্সি চালকরা অতিরিক্ত ভাড়া চাওয়ায়, ধর্মঘটে সরকারি বাসেই ভরসা রাখছেন ট্রেন যাত্রীরা।
যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ডে সকাল থেকেই স্বাভাবিক রয়েছে সরকারি বাস পরিষেবা। অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট রুটে ছাড়ছে বাস। নিরাপত্তার জন্য হেলমেট পড়ে বাস চালাচ্ছেন চালকরা। দফায় দফায় যাদবপুরে মিছিল করছে বামেরা। অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ।
**সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, নিউজ ডেস্ক থেকে সরাসরি সংগৃহিত
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊