safe drive save life কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা  বৃদ্ধি করতে কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহার  আর টি ও পুলিশের সহযোগিতায় আজ দিনহাটার বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে একটি  আলোচনামূলক  অনুষ্ঠান ও ভিডিও প্রদর্শনি করা হয়।
উপস্থিত ছিলেন কোচবিহার আরটিও টেকনিক্যাল  কৌশিক সিংহ, দিনহাটা ট্রাফিক ওসি এস আই টিকারাম শর্মা প্রমূখ। 

কৌশিক বাবু জানান, আজকের ছাত্রছাত্রিরাই যদি ট্রাফিক নিয়ে সচেতন হয় তবেই আমরা ট্রাফিক সচেতন সমাজ তৈরি করতে পারবো।
বিদ্যালয়ের শিক্ষক মিহির কুমার দেব জানান- দিনের পর দিন দূর্ঘটনা বেড়েই চলছে। এর কারন ট্রাফিক সম্পর্কে সচেতনতার অভাব। আজকের এই অনুষ্ঠান অনেক কাজে লাগবে বলে মনে করি। 
এস আই টিকারাম শর্মা ট্রাফিক আইনের গুরুত্বকে ছাত্রছাত্রিদের সামনে তুলে ধরেন।