আই লিগ মরশুমের প্রথম ডার্বি ছিল রবিবার। দিনভর মাঠ থেকে নজর সরাতে পারেননি ফুটবলপ্রেমীরা।
অবশেষে এল সেই মুহূর্ত। অনবদ্য জয় হাঁকিয়ে নিল মোহনবাগান । যুবভারতীতে টানটান ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন শিবির। মোহনবাগানের জার্সিতে প্রথম গোল পেলেন বাবা দিওয়ারা। গোল পেলেন জোসেবা বেইতিয়াও।
Team Mohun Bagan 💪💪💪 https://t.co/iTqrGLrSbG— Mohun Bagan (@Mohun_Bagan) January 19, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊