আই লিগ মরশুমের প্রথম ডার্বি ছিল  রবিবার। দিনভর মাঠ থেকে নজর সরাতে পারেননি ফুটবলপ্রেমীরা।

অবশেষে এল সেই মুহূর্ত। অনবদ্য জয় হাঁকিয়ে নিল মোহনবাগান । যুবভারতীতে টানটান ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন শিবির। মোহনবাগানের জার্সিতে প্রথম গোল পেলেন বাবা দিওয়ারা। গোল পেলেন জোসেবা বেইতিয়াও।