Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিগমনগরে অনুষ্ঠিত হল Intelligent's ZONE এর ক্যুইজ প্রতিযোগিতা "Qriosity 2020"


 
    বর্তমান নেট দুনিয়ায় বইয়ের প্রতি আকর্ষণ কমে আসছে মানুষের। বেশিরভাগ মানুষের চোখ দুটি হাতের আঙুলের সাথে গেঁথে থাকে মোবাইল ফোনে। উত্তরোত্তর বেড়ে চলা এই ঘটনার বিপরীতে গিয়ে কিছুটা অন্যরকম ভেবেছিলেন স্কুলশিক্ষক শ্রী সমীরণ দেবনাথ, শ্রী পার্থপ্রতিম পাইন, শিক্ষিকা শ্রীমতি অপরাজিতা চক্রবর্তী এবং রেলে চাকুরীরত শ্রী অসিত কুমার রায়। ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে ও জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে নিজেদের উদ্যোগে দুবছর আগে শুরু করে Intelligent's ZONE আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতা 'Qriosity-2018'।

    Intelligent's ZONE এর  দ্বিতীয় বারের প্রশ্নোত্তর প্রতিযোগিতা 'Qriosity-2020' অনুষ্ঠিত হল আজ নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয় প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অনির্বাণ নাগ মহাশয়। এবার মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হলো প্ৰতিযোগীতাটি। Group A (Class III-IV), Group B (VI-VIII), Group C (IX-XII) এবং Group D (সর্বসাধারণ)। সর্বসাধারণ বিভাগে সূদুর কোচবিহার শহর থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রতি বিভাগের প্রশ্ন করা হয়েছিল বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই। প্রশ্নগুলো মুখে বলার সাথে সাথে দেখানো হয় প্রজেক্টরেও। প্রতিটি বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই করে দলগুলি। প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে শংসাপত্র সহ পুরস্কৃত করা হয়।

   Intelligent's ZONE এর তরফে জানানো হয় ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগীতা মূলক  মানসিকতা তৈরি, আরও বেশি করে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এবং সাধারণ জ্ঞানে সমৃদ্ধ করতেই তাঁদের এই প্রচেষ্টা। তাঁরা চেষ্টা চালিয়ে যাবে তাঁদের এই অভিযান আরও দুরদুরান্তে ছড়িয়ে দেবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code