Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেকারত্বের নিরিখে বাংলাদেশ, পাকিস্থানকে পিছনে ফেলে দিয়েছে ভারত ! weap2020 এর চাঞ্চল্যকর তথ্য

source: wesp2020


শুক্রবার ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০২০-র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ২০ থেকে ৩৪ বছর বয়সী ৪০শতাংশের বেশি ভারতীয়র ২০১০ থেকে ২০১৮-র মধ্যে শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের সঙ্গে কোনো যোগসুত্র ছিলনা৷ 

রিপোর্ট অনুসারে প্রতি পাঁচজন ভারতীয় তরুণ-তরুণীর মধ্যে কমপক্ষে দু'জনই কোনো কর্মহীন এমনকি তাদের পড়াশোনা বা কোনও প্রশিক্ষণের সঙ্গে কোনও যোগসূত্র নেই, জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিসংখ্যান ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার থেকেও পিছনে ফেলে দিয়েছে৷
source: wesp2020
পরিসংখ্যান বলছে বাংলাদেশের মেয়েরা কর্মসংস্থানের নিরিখে অনেক বেশি এগিয়ে৷ ভারতে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছেনা বলেই এই 'এনইইট' শ্রেণী উচ্চহারে বৃদ্ধি পাচ্ছে৷  এই পরিসংখ্যান বলছে ১৯৭২-১৯৭৩ সালের পর ২০১৭-২০১৮ সালে বেকারত্বের বৃদ্ধির হার সবথেকে বেশি (৬.১শতাংশ) ৷ যা বিশ্বের গড় বেকারত্বের অনুপাতে সামান্য হলেও বেশী৷ কারণ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে বেকারত্বের হার ২০০৮ সালের বিশ্ব আর্থিক সংকটের আগে যা ছিলো তার তুলনায় একটু কমে ৫ শতাংশ হয়েছে৷
source: wesp2020


গত এক বছরের তুলনায় বিশ্বব্যাপী বেকারত্ব হ্রাস পাওয়া, মূলত উন্নত অর্থনীতির মাধ্যমে আরও বেশি কর্মসংস্থানের ফল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে, ২০১২ সালে বেকারত্ব হ্রাস পেয়ে ৫০বছরের মধ্যে সর্বনিম্ন ৩.৬ শতাংশে৷ জাপানে বেকারত্ব দাঁড়িয়েছে ২.২ শতাংশ, যা ২৭ বছরের মধ্যে সর্বনিম্ন৷ প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে ছেলে-মেয়ে, ধনী-গরিব নির্বিশেষে সমানভাবে প্রবেশের সুযোগ থাকলে বেশি আয় এবং ভালো মানের চাকরি হিসেবে আরও উচ্চমান সম্পন্ন কাজের ক্ষেত্রগুলিতে যোগদানের বেশি সুযোগ থাকবে৷ 

কিন্তু ভারতের মত উন্নত দেশেও শিক্ষার মত মৌলিক অধিকার থেকে এখনও বঞ্চিত মেয়েরা এবং অপেক্ষাকৃত অনগ্রসর শ্রেনীর বহু মানুষ৷ এই প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে যে মাধ্যমিক স্তর বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা উল্লেখজনকভাবে কম৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code