এই বছরের অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রত্যেকটি দেশ নিজের নিজের টি-টোয়েন্টি দল গোছাতে শুরু করে দিয়েছে।ভারতও প্রত্যেকটি টি-টোয়েন্টি সিরিজে আলাদা আলাদা করে বিভিন্ন তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে নিজেদের সেরা একাদশের খোঁজ চালিয়ে যাচ্ছে। 

আর এরই মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের পছন্দের সেরা টি-২০ দল ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। এই দলে জায়গা হয়নি দুই ভারতীয় তারকার। একজন হলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অপরজন ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান। 

মহেন্দ্র সিং ধোনি গত বিশ্বকাপের সেমিফাইনালের পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। তাই ধোনিকে টি-টোয়েন্টি দলে রাখতে নারাজ ভিভিএস লক্ষ্মণ।একই ভাবে জাতীয় দলের জার্সি গায়ে ধারাবাহিকতার অভাব এর জন্য নিজের পছন্দের টি-টোয়েন্টি দলে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে রাখতে চাননি ভিভিএস লক্ষ্মণ।

   এক নজরে দেখে নেওয়া যাক ভিভিএস লক্ষ্মনের 15 সদস্যের টি-২০ দল:-
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, মনীশ পান্ডে, যজুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা।