মোবাইল চুরিতে অভিযুক্ত এক ব্যক্তিকে নির্মম মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের তিন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়। 


একটি ভিডিও প্রকাশ্যে আসার পরই ওই ঘটনার কথা জানা যায় বলে এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন। আক্রান্ত ব্যক্তির নাম সুমিত গোস্বামী। বুধবার মাহেন গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয় মোবাইল চুরি করার অভিযোগে। 


এরপর তিন কনস্টেবল তাঁকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনাটির ভিডিও করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।


পুলিশ আধিকারিক শ্রীপতি মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। রিপোর্টের ভিত্তিতে ওই তিন কনস্টেবল চন্দ্রমৌলেশ্বর সিংহ, লাল বিহারী ও জিতেন্দ্র যাদবকে সাসপেন্ড করা হয়েছে বলে তিনি জানান।

দেখুন সেই ভিডিও-