pic source: education.maharashtra.gov.in

২৬ জানুয়ারি থেকে স্কুলে সংবিধানের প্রস্তাবনা  পাঠ করবে পড়ুয়ারা। মহারাষ্ট্রের রাষ্ট্রমন্ত্রী বর্ষা গোয়াড়িকর এই তথ্য জানালেন। 

সাধারণত স্কুলে প্রেয়ারের সময়ই হবে এই প্রস্তাবনা পাঠ। প্রস্তাবনা পাঠ সংবিধানের সার্বভৌমত্বের অংশ। সমস্ত রকমের প্রচারের জন্যই সুখকর। এমনই একটি নির্দেশিকা জারি হল মহারাষ্ট্র সরকারের তরফে। 

পড়ুয়ারা প্রতিদিন সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে তারা বুঝতে পারবে এর গুরুত্ব কতটা। আগামী ২৬ জানুয়ারি থেকেই স্কুলে প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক হচ্ছে। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্র সরকারের শিক্ষামন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিদিন পড়ুয়ারা স্কুলের প্রেয়ার শেষে সংবিধানের প্রস্তাবনা পাঠ করবে।