মাধ্যমিক 2020
ভৌতবিজ্ঞান
চলতড়িৎ (দ্বিতীয় পর্ব)
কিছু সমস্যা ও তার সমাধান
1) নিচের চিত্রের
তুল্য রোধ নির্ণয় কর
বর্তনীর
তুল্যরূপ হল
A ও B বিন্দুর সাপেক্ষে 1 ohm রোধ দুটি
শ্রেণী সমবায়ে আছে , সুতরাং তুল্য
রোধ =( 1+1)=2ohm
আবার 2ohm রোধটি A ও B এর
সাথে
সমান্তরালে আছে, সুতরাং তুল্য রোধ 1/R = 1/2 +1/2 = 1 ohm
2)একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর
রোধের দ্বিগুন, বিভব প্রভেদ একই থাকলে তাঁদের
মধ্যে
প্রবাহমাত্রার অনুপাত কত হবে?
উঃ ধরি একটি পরিবাহীর রোধ R, সুতরাং দ্বিতীয়
পরিবাহীর রোধ =2R
প্রথম পরিবাহীর ক্ষেত্রে V = I1R ও দ্বিতীয়
পরিবাহীর V= I2 ×2R
সুতরাং, I1R= I2 ×2R
I1/ I2= 1/2
সুতরাং
পরিবাহী দুটির প্রবাহমাত্রার অনুপাত
1:2
3) দেখাও যে কোনো
তড়িৎ যন্ত্রের ক্ষমতা (P), পরিবাহীর প্রবাহমাত্রা (I) এর বর্গ ও পরিবাহীর
রোধের গুণফলের সমান l
উঃ আমাদের প্রমান করতে হবে P= I2
R
আমরা জানি , P=V I আবার ওহম এর সূত্র থেকে
জানি, I= V/R, সুতরাং P=
V×V/R =
= (IR)2/R
= I2 R (প্রমাণিত )
4) 6 ohm রোধের একটি তারকে টেনে দ্বিগুন করা হল, তারটির
অন্তিম রোধ কত হবে?
উঃ তারটির দীৰ্ঘতা L হলে তাকে টেনে
2L করা হলে ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল(A )
পূর্বের অর্ধেক হবে
সুতরাং নুতুন
রোধ =রোধাঙ্ক ×2L/A/2
= 4× পূর্বের রোধ
=4× 6=24 ohm
5) 220 ভোল্ট - 100 ওয়াট এর একটি বাল্বের রোধ ও প্রবাহমাত্রা নির্ণয় কর l
উঃ V = 220 V, P= 100 W, পরিবাহীর রোধ R ও
প্রবাহমাত্রা I হলে
P= V2/R, সুতরাং R = V2/P =
220×220/100
=484 ওহম
আবার , P= VI, সুতরাং l
= P/V = 100/220 = 0.45 আম্পিয়ার
6)
দেখাও যে 1 B.O. T. একক = 3.6×106জুল
উঃ 1ওয়াট – ঘন্টা = 1ওয়াট ×1 ঘন্টা
= 1জুল / সেকেন্ড × 3600 সেকেন্ড
1 কিলোওয়াট ঘন্টা = 1000জুল / সেকেন্ড ×
3600 সেকেন্ড
= 36000000 জুল
= 3.6× 106 জুল
7) 12 ভোল্ট বিভব যুক্ত ফিলামেন্ট কে 12 ভোল্ট উৎসের সাথে যুক্ত করা হল l উহার মধ্যে প্রবাহ 2 আম্পিয়ার হলে ফিলামেন্টটির রোধ কত ?
উঃ V = 12 volt, I = 2 A
V= IR, R= V/I = 12/2 = 6 ohm
আরও কিছু সম্ভাব্য প্রশ্ন
1) বিদ্যুতিক মোটরের ক্ষমতা কিভাবে বাড়ানো যায় l
2) D C অপেক্ষা AC ব্যবহারে সুবিধা গুলি লিখ ।
3) ফ্লেমিং এর বামহস্ত নিয়ম বিবৃত কর l****2020****
4) নষ্ট ভোল্ট বলতে কী বোঝ l
5)অ- ওহমিয় পরিবাহী বলতে কী বোঝ l উদাহরণ দাও l
6)পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে l
7) দুটি বিন্দু আধানের আকর্ষণ বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের সূত্র বিবৃত কর l
8) ওহমের সূত্র থেকে রোধের ধারণা দাও l
9) তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বিবৃত কর l****2020****
220 ভোল্ট -100 ওয়াট লাইনে কত গুলি 60 ওয়াটের বাতি জ্বালানো যাবে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊