নাজিরহাট স্পোর্টস জোনের পক্ষ থেকে শিক্ষকদের জন্য আয়োজিত "টি-১০ টিচার্স কাপ-২০২০"   ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে । 

আজ দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়।  বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয় এবং খোচাবাড়ি উচ্চবিদ্যালয়ের মধ্যে  খেলায় প্রথমে টসে জিতে খোচাবাড়ি উচ্চবিদ্যালয় ৭ উইকেটে ৭০ রান করে। বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয় ব্যাট করতে নেমে ১  উইকেটের বিনিময়ে মাত্র ৫ ওভারেই জয়লাভ করে। 

৪৫ রান করে নট আউট থেকে ম্যান অফ দ্যা ম্যাচ হন মুকুল চন্দ্র বর্মন। তিনি জানান-" দীর্ঘদিন প্র্যাক্টিস করতে পারিনি, অনেকদিন পর ব্যাট হাতে নিয়ে মাঠে নামতে হলো। আজ ভালো একটা ম্যাচ উপহার দিতে পেরে আনন্দ হচ্ছে।" 

বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের ক্রিকেট টিমের অধিনায়ক শান্তুনু সাহা বলেন- " বিগত কয়েক বছর থেকে আমরা জেলার বিভিন্ন স্কুলের সাথে খেলে জয়লাভ করে আসছি। সেই জয়ের ধারা আজকেও বজায় রেখেছি। আশা করছি ফাইনালে আমরা জয় ছিনিয়ে নেবো।'   

আজকে অপর আর একটি ম্যাচ নাজিরহাট হরকুমারি উচ্চবিদ্যালয় বনাম শালমারা উচ্চবিদ্যালয়ের। ৮ রানে এই ম্যাচে জয়লাভ করে নাজিরহাট হরকুমারি উচ্চবিদ্যালয় । 

নাজিরহাট স্পোর্টস জোনের পক্ষ থেকে হিমাদ্রী পাল জানান- শালমারা উচ্চবিদ্যালয় এবং ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী উচ্চবিদ্যালয়ের খেলা দিয়ে  প্রথমবারের মতন  "টি-১০ টিচার্স কাপ-২০২০" শুরু হয় গত শনিবার। আমাদের সমাজের মেরুদন্ড হলেন শিক্ষক সমাজ, তাদের দেখেই আমরা ছাত্ররা শিখবো। বর্তমান প্রজন্ম যেভাবে মোবাইল কেন্দ্রিক হয়ে উঠেছে সেখানে এই খেলা দেখে আশা করি ছাত্র সমাজ খেলাধূলার গুরুত্বকে বুঝতে পারবে।"