নিগমনগরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৩ তম  জন্মদিবস  পালন



SER-20: বিদ্যাসাগর কোচিং সেন্টার এবং প্রথম খণ্ড লাঙ্গুলিয়া পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় যৌথ ভাবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৩ তম  জন্মদিবস  পালন করলো ।

প্রথমে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  এবং  বিদ্যাসাগার কোচিং সেন্টারের প্রধান শিক্ষক  দীপক পাল ।

মাল্যদান পর্বের  পর   একটি  প্রভাত ফেরির  আয়োজন  করা হয়  । এই  শোভাযাত্রা  প্রথম  খন্ড  লাঙুলীয়া  থেকে  নিগমনগর  অবধি  পথ  পরিক্রমা করে.।

 দীপক বাবু তার বক্তব্যে বলেন, " সকলেরই মনে দেশ প্রেম জাগরিত হোক ও বিজ্ঞান  চিন্তার মাধ্যমে সমাজের উন্নতি হোক "  ।


উপস্থিত ছিলেন শিক্ষক অমিত কুণ্ডু,  টিটু দেবনাথ, নিটন রায়।সঞ্জীব কর্মকার, সনাতন বর্মন,  অনুপম মোদক প্রমূখ ।অপর দিকে  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দের মধ্যে উপস্থিত ছিলেন নীহার রঞ্জন দাস, নিরঞ্জন দেবনাথ প্রমূখ।