২৩শে জানুয়ারী দেশপ্রেম দিবস এ নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় দিনহাটা SFI-DYFI এর পক্ষ থেকে হেমন্ত বসু কর্নারে।

উপস্থিতি ছিলেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,  DYFI নেতা উজ্জ্বল গুহ, সোহম চক্রবর্তী,  SFi নেতা টুটুল সরকার, সৌরভ সরকার, অনামিকা রায় প্রমূখ।