Latest News

6/recent/ticker-posts

Ad Code

জামিন অযোগ্য ধারায় ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের- কোচবিহারে প্রতিবাদে AIDSO


কোচবিহার,৯ জানুয়ারি'২০ঃ 
গত ৮ জানুয়ারি ধর্মঘটে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে আজ এআইডিএসও'র পক্ষ থেকে কোচবিহার এসপি অফিসে বিক্ষোভ, এসপি'র কাছে ডেপুটেশন দেওয়া হয়।

বন্দী ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তির দাবিতে একটি মিছিল গোটা শহর পরিক্রমা করে কাছারী মোড়ে আধ ঘন্টা পথ অবরোধ করে।

সংগঠনের পক্ষথেকে জানানো হয়- "গণতান্ত্রিক আন্দোলনের একটি অঙ্গ হল পিকেটিং। রীতি হল দিনান্তে পিকেটারদের মুক্তি দেওয়া। কিন্তু এবার বেনজিরভাবে কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের কারাবন্দী করে অনেক মিথ্যা মামলার সাথে জামিন অযোগ্য ৩৩৩ধারা দেওয়া হল। যার অর্থ হল সরকারী কর্মচারীদের খুনের উদ্দেশ্যে রক্তাক্ত করা।" 

প্রসঙ্গত এআইডিএসও জেলা সভাপতি স্বপন কুমার বর্মন বলেন, "খুন ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের সাথে অভিযুক্তদের গ্রেপ্তারও করতে পারছে না, শাস্তিও দিতে পারছে না। কিন্তু জে এন ইউ বিশ্ববিদ্যালয়ের মত ঘটনা, নারী নিরাপত্তা, মদ নিষিদ্ধকরণ , নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী NRC-CAA-NPR বাতিলের দাবিতে আন্দোলনে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে এরকম ৩৩৩ ধারার মত আইন প্রয়োগ করে জেলে পাঠাতে কোচবিহার এর পুলিশ বিশেষভাবে পটু হচ্ছে। আমরা পুলিশের এই কাজকে তীব্র ধিক্কার জানাই। সেই সাথে  সংগ্রামী বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।"

তিনি আরও জানান- "অবিলম্বে বন্দী ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তি না দিলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।" 

বিস্তারিত ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code