![]() |
source: pmo india twitter |
সকাল থেকে রাত পর্যন্ত তাঁর সফর কেন্দ্র করে বিক্ষোভের মাঝেই শনিবার সন্ধ্যায় নিশ্চিন্তে বেলুড় মঠে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শহরের বিভিন্ন প্রান্তে তাঁর বিরুদ্ধে মিছিল, বিক্ষোভ সমাবেশ, রাজভবন যাওয়ার পথে কালো পতাকা প্রদর্শনের চেষ্টা। তবু কোনও কিছুই স্পর্শ করল না প্রধানমন্ত্রীর মেজাজ। তাঁরই ইচ্ছায় রাত কাটাতে সপার্ষদ নিশ্চিন্তে বেলুড় পৌঁঁছলেন নমো।
রাতে প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসিদের সঙ্গে প্রাণখোলা আড্ডা দিতে মশগুল প্রধানমন্ত্রী।
বেলুড় মঠে রাত কাটানোর পর স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে আজ সকালে যুব উৎসবে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল আটটা নাগাদ বেলুড় মঠের মন্দিরে যান প্রধানমন্ত্রী। মূল মন্দিরে গিয়ে প্রণাম করেন। পুজো দেন। স্বামী বিবেকানন্দের ঘরে পুষ্পার্ঘ নিবেদন করেন ।
একন মূল মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন তিনি।সকালের প্রার্থনা করেন তিনি-দেখুন সেই ভিডিও।
#WATCH West Bengal: Prime Minister Narendra Modi joins morning prayers at Belur Math,Howrah pic.twitter.com/bL4mPfGMGe— ANI (@ANI) January 12, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊