[ পরীক্ষা দুয়ারে করা নাড়ছে। শেষ মুহূর্তে নীচে দেওয়া প্রশ্নগুলি একটু দেখে নাও। আশাকরি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে কাজে লাগবে।]
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। ১x১৪=১৪
১.১ ভূমির সমউচ্চতার সাধারনতল গঠনের প্রক্রিয়াটি হল- ক] অবরোহণ খ] আরোহণ গ] জৈবিক ঘ] পর্যায়ন
১.২ প্রস্তরময় মরুভূমিকে বলে- ক] আর্গ খ] ওয়াদি গ] হামাদা ঘ] ট্যালাস
১.৩ মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়- ক] ট্রপোস্ফিয়ার খ] স্ট্র্যাটোস্ফিয়ার গ] মেসোস্ফিয়ার ঘ] ম্যাগনেটোস্ফিয়ার
১.৪ আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম হল- ক] বেরিং স্রোত খ] ক্যানারি স্রোত গ] ক্যালিফোর্নিয়া স্রোত ঘ] সোমালি স্রোত
১.৫ সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমান হল প্রায়- ক] ১০০৩.২৫ খ] ১০১৩.২৫ গ] ১০২৩.২৫ ঘ] ১০৩০.২৫ মিলিবার
১.৬ নদী দ্বারা বিচ্ছিন্ন বহিঃবিধৌত সমভূমিকে বলে- ক] ভ্যালিট্রেন খ] নুনাটক্স গ] বার্গস্রুন্ড ঘ] গ্রাবরেখা
১.৭ পারদের সংক্রমণে যে রোগ হয়- ক] ব্ল্যাকফুট খ] ইটাই ইটাই গ] হেপাটাইটিস ঘ] মিনামাটা
১.৮ ধওলাধর ও পিরপঞ্জাল পর্বতের মধ্যে অবস্থিত উপত্যাকাটি হল- ক] কুলু খ] কাংড়া গ] লাহুল উপত্যকা ঘ] স্পিতি উপত্যকা
১.৯ সর্দার সরোবর প্রকল্প গড়ে উঠেছে- ক] শতদ্রু খ] নর্মদা গ] মহানদী ঘ] কাবেরী নদীতে
১.১০ অস্তাচলের শিল্প বলা যেতে পারে- ক] কার্পাস বয়ন শিল্পকে খ] পাট শিল্পকে গ] লৌহ ইস্পাত শিল্পকে ঘ] পেট্রোরসায়ন শিল্পকে
১.১১ ভারতের সবচেয়ে কম জনসংখ্যাবিশিষ্ট রাজ্য- ক] অরুনাচল প্রদেশ খ] বিহার গ] সিকিম ঘ] উত্তরপ্রদেশ
১.১২ পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় সামাজিক মাধ্যম- ক] হোয়াটস অ্যাপ খ] রেডিও গ] ফেসবুক ঘ] ট্যুইটার
১.১৩ যে কার্যাবলীটি কৃষিকাজের অন্তর্ভুক্ত নয়- ক] মৎস্য চাষ খ] ধান চাষ গ] হাঁস-মুরগি প্রতিপালন ঘ] সবজির দোকান দেওয়া
১.১৪ যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল ২ সেমিতে ১ কিমি, তাদের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার হল- ক] ১৫’ ও ১৫’ খ] ১ ডিগ্রি ও ১ ডিগ্রি গ] ৩০’ ও ৩০’ ঘ] ৪ ডিগ্রি ও ৪ ডিগ্রি
বিভাগ-‘খ’
২।
A] নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লিখ। [যে কোন ছয়টি] ১x৬=৬
১] উৎস অঞ্চলে গঙ্গা নদী ভাগিরথী নামে পরিচিত।
২] ‘স্যাটেলাইট’ শব্দের অর্থ হল প্রহরী।
৩] ‘বরফ খাদক’ বলতে চিনুক বায়ুকে বোঝায়।
৪] প্রতিযোগ অবস্থানের সময় থেকে অমাবস্যা।
৫] হিমালয় পর্বতের ৪০০০ মিটারের ওপরে আল্পীয় উদ্ভিদ দেখা যায়।
৬] ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হল –ট্রম্বে।
৭] ভারতের NH-১ সড়ক পথটি বিস্তৃত কলকাতা থেকে দিল্লি।
B] উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর। [যেকোনো ছয়টি] ১x৬=৬
১] দুটি সিফ্ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে ………….. বলে।
২] ভারতের দুটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের একটি রাজধানী হল- …………….
৩] বিশ্বের ২০% অক্সিজেন পাওয়া যায় ………………. অরন্যভূমি থেকে।
৪] একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র তীব্র গতিসম্পন্ন জলপ্রপাতের সমষ্টিকে বলে …………….।
৫] ল্যান্ডফিলের বর্জ্য ধোঁয়া জলকে বলে ………………..।
৬] ………………. জলবায়ু অঞ্চলে একটানা দীর্ঘকালীন শীতকাল লক্ষ্য করা যায়।
৭] পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল …………………।
C] একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ [যে কোন ছয়টি] ১x৬=৬
১] একটি ডিজেল রেল ইঞ্জিন উৎপাদন কেন্দ্রের নাম লিখ।
২] বায়ু মধ্যস্থিত জলীয়বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয় তাকে কি বলে?
৩] পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য ভারত সরকার অথবা রাজ্য সরকারের একটি প্রকল্পের নাম কর।
৪] ৭২সমস্তE/১৬ টোপো মানচিত্রের RF কত?
৫] কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে?
৬] পৃথিবীর কোন কোন সাগরে জোয়ারভাটা প্রভাব নেই?
৭] নদী ক্ষয়ের শেষ সীমা কোথায়?
D] বামদিকের সঙ্গে ডানদিক মেলাও। ১x৪=৪
বিভাগ-‘গ’
ক] ধারন অববাহিকা কাকে বলে? অথবা, সমোস্ন রেখা কাকে বলে?
খ] বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কারা হয়েছে? অথবা, বার্খান থেকে কীভাবে সিফ্ বালিয়াড়ি তৈরি হয়?
গ] E-Waste বা বৈদ্যুতিন বর্জ্য কি? অথবা, জৈব ভঙ্গুর বর্জ্য কি? উদাহরণ দাও।
ঘ] অনুসারী শিল্প কি? অথবা,ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝ?
ঙ] মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝ? অথবা, পশ্চিমি ঝঞ্ঝা কি?
চ] মিলিয়ন শিট কি? অথবা, ভূসমালয় উপগ্রহ কাকে বলে?
ছ] পর্যায়ন/আরোহন/ অবরোহণ/ হিমশৈল কাকে বলে?
বিভাগ-‘ঘ’
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] ৩x৪=১২
ক] রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লিখ। অথবা, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা কর।
ছ] পর্যায়ন/আরোহন/ অবরোহণ/ হিমশৈল কাকে বলে?
বিভাগ-‘ঘ’
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] ৩x৪=১২
ক] রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লিখ। অথবা, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা কর।
খ] ভাগিরথী-হুগলী নদী বর্জ্যে কলুষিত নদী হওয়ার প্রভাব ব্যাখ্যা কর। অথবা, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লিখ।
গ] ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন?
ঘ] ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ কর। অথবা, উপগ্রহচিত্রের ভৌগোলিক গুরুত্ব ব্যাখ্যা কর [৩টি]
ঙ] জলপ্রপাতের পশ্চাদ অপসারণের কারণ কি?
চ] বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি লিখ।
ছ] দিনে কতবার জোয়ার হয় এবং কেন?
জ] অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের মধ্যে কোনটির প্রাবল্য বেশী এবং কেন?
ঝ] গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লিখ।
ঞ] অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির কারণ লেখ।
বিভাগ-‘ঙ’
৫।
A] যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x২=১০
ক] বায়ুর অবঘর্ষজনিত যে কোন তিনপ্রকার ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
ঙ] জলপ্রপাতের পশ্চাদ অপসারণের কারণ কি?
চ] বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি লিখ।
ছ] দিনে কতবার জোয়ার হয় এবং কেন?
জ] অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের মধ্যে কোনটির প্রাবল্য বেশী এবং কেন?
ঝ] গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লিখ।
ঞ] অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির কারণ লেখ।
বিভাগ-‘ঙ’
৫।
A] যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x২=১০
ক] বায়ুর অবঘর্ষজনিত যে কোন তিনপ্রকার ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
খ] উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে সমমণ্ডলে অবস্থিত স্তরগুলির বর্ণনা দাও।
গ] বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ গুলি লিখ।
ঘ] বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের ৫টি প্রভাব লিখ।
B] যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫x২=১০
B] যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫x২=১০
ক] ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা কর।
খ] ভারতে চা/ কফি/ইক্ষু উৎপাদনের অনুকূল পরিবেশ লিখ।
গ] কার্পাস বয়ন শিল্পের বর্তমানে ভারতে বিকেন্দ্রীভবনের কারন কি?
ঘ] বিভিন্ন অঞ্চলে ভারতে জনবন্টনের তারতম্যের পাঁচটি কারন আলোচনা কর।
ঙ] পূর্ব ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি উল্লেখ করো।
চ] পশ্চিম ভারতে পেট্র রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো।
ছ] পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি উল্লেখ করো।
বিভাগ-‘চ’
৬। প্রশ্নের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও।
i] একটি আদর্শ নদী
ঙ] পূর্ব ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি উল্লেখ করো।
চ] পশ্চিম ভারতে পেট্র রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো।
ছ] পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি উল্লেখ করো।
বিভাগ-‘চ’
৬। প্রশ্নের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও।
i] একটি আদর্শ নদী
ii] সহ্যাদ্রি পর্বত
iii] পশ্চিমি ঝঞ্ঝা প্রভাবিত অঞ্চল
iv] ভারতের উচ্চতম মালভূমি
v] ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
v] ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
vi] দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল
vii] ভারতের একটি প্রবাল দ্বীপ
viii] ভারতের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র
ix] বৃহত্তম উপহ্রদ
x] ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ রাজ্য
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊