ব্যাট হাতে বাইশ গজ দাপিয়ে বেড়াচ্ছেন বিরাট কোহলি। ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়েই মাঠ ছাড়েন। তার নেতৃত্বে ভারতীয় দল অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে। এবার বাইশ গজে ব্যাটসম্যানদের বেগ দিতে বল হাতে নেমে পড়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা।

অবাক লাগলেও এটাই সত্যি। ইডেন গার্ডেন্সে শুরু হয়ে গেছে তাঁর অনুশীলন। যদিও এর পেছনে কারণ অন্য। অনুষ্কা শর্মা অভিনয় করতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ঝুলন গোস্বামীর বায়োপিকে।

সিএবি সূত্রে খবর, অনুষ্কাকে সাহায্য করতে নিজেও মাঠে আসবেন ঝুলন। তাঁর অঙ্গভঙ্গি, নিখুঁত অ্যাকশন, রপ্ত করতে গত কয়েক মাস ধরেই কাজ করছেন অনুষ্কা। শোনা গিয়েছে, ভারতীয় পেসারের সঙ্গে আগেও বেশ কয়েক বার দেখা হয়েছে ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট লেডি’-র। শনিবার ঝুলনের পর্যবেক্ষণে প্রথম বার বল হাতে ইডেনে নামতে দেখা যাবে অনুষ্কাকে। 

প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বায়োপিক হতে চলেছে ঝুলনের। যা ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালে। ভারতীয় পেসারের বায়োপিকের নাম ‘চাকদহ এক্সপ্রেস’। ডিরেক্টরের নাম এখনও জানা যায়নি।