বাংলাদেশের এক পুরনো ভিডিও ফেসবুকে শেয়ার করে যোগীর রাজ্যের পুলিশকে দোষারোপ করার অভিযোগ উঠল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে।
ইমরান খান ভিডিওটি পোস্ট করে বলেছেন, উত্তরপ্রদেশের মুসলিমদের উপরে অত্যাচার করছে যোগীর পুলিশ। যদিও সেই ভিডিও যে ভুয়ো তা প্রমাণ হতে সময় নেয়নি।
তবে তিনি ভিডিওটি ডিলিট করেছেন বলে খবর।
ইমরান খান ভিডিওটি পোস্ট করে বলেছেন, উত্তরপ্রদেশের মুসলিমদের উপরে অত্যাচার করছে যোগীর পুলিশ। যদিও সেই ভিডিও যে ভুয়ো তা প্রমাণ হতে সময় নেয়নি।
তবে তিনি ভিডিওটি ডিলিট করেছেন বলে খবর।
Pakistan Prime Minister Imran Khan has deleted all three videos from his Twitter timeline in which he falsely claimed that Police was carrying out a pogrom against Muslims in Uttar Pradesh. https://t.co/NF7iDMliI9— ANI (@ANI) January 3, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊