![]() |
pic source: daily express |
বাগদাদে আন্তর্জাতিক বিমানবান্দরে সোলেমানির কনভয়ে মার্কিন মিসাইল হামলায় ফুঁসছে ইরান l সোলেমানির উপর আচমকা হামলায় অনেক ইরাকি আধিকারিকের মৃত্যু হয় বলে জানা গেছে l ইরাকি সেনার তরফে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁদের শর্ত ভেঙেছে, তার জবাব তারা পাবে l ইরানের সেনাপ্রধানের এই মৃত্যুতে চুপ নেই রুশ - রুশ রাষ্ট্রপ্রধান তার বিবৃতে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ সৃষ্টি করবে l
এদিকে ইরানে বাসরত মার্কিনীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ট্রাম প্রশাসন, কারণ ইরান তাঁদের উপর হামলা করতে পারে বলে আশঙ্কা l ইরাকের সেনা প্রধান আদেল আবদেন মাহদী জানিয়েছেন - মার্কিন হামলা ভালো চোখে দেখছে না ইরাকি জনগণ, মার্কিন সেনার এই আগ্রাসনের জন্যে যুদ্ধ লাগতে পারে l ইরানি নেতারাও তাঁদের বিবৃতে যুদ্ধের জন্যে প্রস্তুতির কথা বলছেন l
ইরানি বিদেশ মন্ত্রী মহঃ জারিফ বলেন ওয়াসিংটন যে ভয়ঙ্কর কান্ডজ্ঞানহীন ও উত্তেজনা সৃষ্টি করেছে তার মাসুল গুনতে হবে l আজ বাগদাদে ইরানের দূতাবাসের উপর মার্কিন হেলিকোপটারের উড়ানে আরও পরিস্থিতি জটিল হয়েছে l ইরানি হামলা থেকে সতর্ক রয়েছে ইসরায়েলও l এই রকম জটিলতা কী তৃতীয় বিশ্ব যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করছে তা নিয়ে চিন্তিত বিষেশজ্ঞ মহল l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊