শান্তনু মাইতি,পূর্ব মেদিনীপুর:
সুস্থ ও নীরোগ দেহ সম্পন্ন প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়ে ব্যায়ামাগার , ডাইনিং হল ও নবনির্মিত প্রশাসনিক ভবনের দ্বারোদঘাটন উদ্বোধন হলো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 ব্লকের বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতনে ।
এই উপলক্ষে মঙ্গলবার ( ২৮ শে জানুয়ারি) বিকেল 3 টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিদের উপস্থিতিতে স্কুলের ব্যান্ড, নৃত্যসহ বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন, শঙ্খধ্বনি ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুভারম্ভ হয় ।
উদ্বোধক হিসেবে সাংসদ মাননীয় শিশির অধিকারী(কাঁথি লোকসভা কেন্দ্র) মহাশয় বিশেষ কাজের জন্য আসতে না পারায় উদ্বোধন করেন ভগবানপুর বিধানসভা কেন্দ্র বিধায়ক মাননীয় অর্ধেন্দু মাইতি ।
এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি দেবব্রত দাস, ডিপি এস সি চেয়ারম্যান শ্রী মানস দাস,ভগবানপুর 2 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বিশিষ্ট অতিথিবর্গ।
স্বভাবতই বিদ্যালয়ে জিম সেন্টার উদ্বোধনে খুশি ছাত্রছাত্রী সহ শিক্ষকেরা। আধুনিকমানের এই ব্যায়ামাগার ও ডাইনিং হলের স্থাপনকে স্বাগত জানিয়েছেন এলাকার গ্রামবাসীও অভিভাবকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊