SER-10,ময়নাগুড়ি,২৬ জানুয়ারি: রেল সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। গুরুতর জখম আরও একজন। আজ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ির রেল সেতুতে।

সূত্রে জানা যায়, মৃত ছাত্রীর নাম রুমা রায় বয়স ২০ ।  সে ময়নাগুড়ি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচাতে রেল সেতুর উপর থেকে ঝাঁপ দেয় তার বান্ধবী জয়শ্রী রায় , তারও বয়স ২০ । জয়শ্রী রায়ও ছিল ময়নাগুড়ি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। গুরুতর জখম অবস্থায় জয়শ্রী রায়কে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়।

জানা যায়,ময়নাগুড়ির একটি কোচিং সেন্টার থেকে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে কয়েকজন শিক্ষক ঘিস নদীর চড়ে পিকনিক করতে যান। এবং পিকনিক চলাকালিনের মাঝেই রুমা ও জয়শ্রী সেলফি তুলতে রেল সেতুতে ওপরে ওঠে। সেই সময় আপ কামাখ্যা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাটি ঘটে।  ঘটনাস্থলেই মৃত্যু হয় রুমার।

পরে ঘটনাস্থলে নিউ মাল জংশন থেকে রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে। আগামীকাল সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় রেল পুলিশ সূত্রে।