দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত ছোট্ট একটি সবুজে ঘেরা গ্রাম দুরাচাপড়ী ।এই গ্রামেরই একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন স্বর্গীয় শ্রী ললিত চন্দ্র বর্মন । তিনি ছিলেন একাধারে শাস্ত্রজ্ঞ , সমাজসেবী ও বিভিন্ন বিষয়ে বিশাল পাণ্ডিত্যের অধিকারী। তাঁর স্মৃতিরক্ষার্থে এই গ্রামেই তাঁরই পৈতৃক ভিটেয় গড়ে তোলা হয় "ললিত অ্যাকাডেমী"।
গ্রামের গরীব দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য খুবই স্বল্প মুল্যে এই অ্যাকাডেমী তে পড়ান কয়েকজন সমাজসেবী শিক্ষক ও শিক্ষিকা । তারা হলেন শ্রী গোপেশ্বর বর্মন, লিপিকা বর্মন, গৌরী বর্মন, প্রকাশ বর্মন ,বিউটি বর্মন।আর বিশ্বজিৎ বর্মন যিনি এই অ্যাকাডেমীর সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ।
আজ স্বাধীন দেশের 71 তম প্রজাতন্ত্র দিবসে অ্যাকাডেমীর সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মহাশয়গন সকাল 8টায় প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে । তারপর 10 টায় সবাই একসঙ্গে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার পর শিক্ষক মহাশয়গন তাদের মূল্যবান বক্তব্য রাখেন ।
অ্যাকাডেমীর সম্পাদক বিশ্বজিৎ বর্মন বলেন - '15ই আগষ্ট স্বাধীনতা দিবস ও 26শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস এই দুটো দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।একদিন আমরা স্বাধীন হই আর একদিন আমাদের সবাইকে সংবিধান মেনে চলার পথ শুরু হয়।তাই আমরা আজ একত্রিত হয়ে জাতি ধর্ম নির্বিশেষে দেশের মঙ্গল কামনার জন্য শপথ গ্রহণ করব।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊