ভারত বাংলাদেশ সীমান্তের কোচবিহার জেলার শুকারুর কুঠি অঞ্চলের  দ্বিতীয় খন্ড সেঁউতির দরবেশ কছিমুদ্দিন সাহেবের মাজার কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলও ৯৬ তম মিলন মেলা। 

তবে এই মিলন মেলায় শুধুই এপার বাংলার দর্শনার্থিরা সুযোগ পেলেও- সুযোগ নেই ওপার বাংলার। অথচ শুরু থেকে দুই বঙ্গের মানুষের মিলন মেলা হিসাবেই পরিচিতি পায় এই মেলা। এই মেলাকে কেন্দ্র করে দেশভাগের পর শেকড় ছেড়ার যন্ত্রণা ভুলতে দুই বাংলার মানুষেরা মিলিত হতো এই মেলায়। শোনা যায় মেলার শেষ লগ্নে দুই বাংলার মানুষের চোখের জলে ভিজে যেত সেঁউতির মাজার।  কিন্তু কয়েকবছর আগে থেকে বাংলাদেশের  দর্শনার্থিদের এই মেলায় প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যায়।  

বিস্তারিত দেখুন ভিডিওতে-