SER-10, ময়নাগুড়ি, ১১ জানুয়ারি ২০২০: "ছাগলের বাচ্চা গণেশ ঠাকুরের মতো"- এ'নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিলেশ্বর মন্দিরের সংলগ্ন গেনকেটা বাড়ি এলাকায়। আজ শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ ছাগলের বাচ্চাটির জন্ম হয় বলে জানা যায় ।

জানা যায়, ছাগলের মালিকের নাম প্রাণেশ রায়। এই ছাগলের বাচ্চাটি দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত মানুষের ভীর জমেছে প্রাণেশ রায়ের বাড়িতে।

বাচ্চাটি ছাগলের কিন্তু তার মুখ কোথায়? খাবে কি করে? গলায় কেন কান? বিভিন্ন প্রশ্ন ঘুরছে এলাকাবাসীর মুখে। কেউ বলছে হয়তো কোন কিছু সমস্যার জন্য এরকম জন্ম নিয়েছে ছাগলের বাচ্চাটি। 

এলাকাবাসী পরিমল সেন বলেন, আজ আমাদের গেনকেটা বাড়ির প্রাণেশ রায়ের বাড়িতে একটি ছাগলের বাচ্চা জন্মগ্রহন করে কিন্তু তার মুখ দেখতে গণেশ ঠাকুরের মতো। গাছের পাতা বা দুধ খাওয়ার মতো মুখ নেই  ছাগলের বাচ্চাটির। এ'নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এখনও পযর্ন্ত ছাগলের বাচ্চাটি জীবিত আছে।

বিস্তারিত ভিডিওতে-