SER-2, ২৩শে জানুয়ারীঃ সংশোধিত নাগরিকত্ব বিল সংশোধিত নাগরিকত্ব আইনে পরিণত হওয়ার সাথেই সাথেই রাজনৈতিক ও অরাজনৈতিক দল এর তীব্র বিরোধিতায় সরব হয়েছে। ডাক উঠেছে সংবিধান রক্ষার। সকল বিরোধীরাই জনগণকে এক হয়ে লড়ার এক সাথে চলার আহ্বান জানিয়ে চলছেন। এদিকে কিছু কিছু এলাকায় বাম- কংগ্রেস জোট বেঁধে তীব্র বিরোধীতায় নেমেছে। 

এদিন দিনহাটায় বাম - কংগ্রেস যৌথ মঞ্চে এর ডাকে দিনহাটা পাঁচ মাথার মোড়ে সংবিধান রক্ষার ডাক দিয়ে অবস্থান কর্মসূচী সংগঠিত হয়। এদিনের এই অবস্থান কর্মসূচি বেলা ৩টা নাগাদ আরম্ভ হয়, যা বেলা ৫ টা নাগাদ চলে। এদিনের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন C.P.I(M) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, এরিয়া সম্পাদক দেবাশীষ দেব ও প্রবোধ নাগ। 

এছাড়াও, উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা হরিহর রায় সিংহ, দুলাল রহমান, বিশ্বজিৎ নাগ, ফর্ওয়াড ব্লক নেতা বিকাশ মন্ডল প্রমুখ। বক্তব্য প্রদান করতে গিয়ে প্রত্যেকেই কেন্দ্র সরকারের তীব্র বিরোধিতা ও পদক্ষেপ গুলির তীব্র নিন্দা করে "অসাংবিধানিক" বলে অ্যাখা দেন। আপামর জন সাধারণকে জোট বেঁধে সংবিধান রক্ষায় এগিয়ে আসতে আহ্বান করেছেন।