সবার জন্যে নয়
মৃণাল সিংহ


পৃথিবীতে সব কিছু সবার জন্যে নয় -এ সত্যটুকু আমি মানি।

দক্ষিণী বাতাসের সঙ্গে আমার বরাবরই শত্রুতা;
বরং পশ্চিমা বাতাসই আমার সহৃদয় সখা ।

ঘোর কাটে অমরাবতীর নিছক পরিকল্পনাহীন জীবনের...
শেষমেশ পাখিরালয় পাখা মেলা ঠিকানা গোছের এক অদ্ভুত জীবন মেলে।


তারপর বাঁচা-মরার টানাপোড়েনে কিছুকাল কাটে।


জীবনে যে সত্যকে চিনতে চিনতে বেড়ে ওঠে মানুষ;
পাতা গজায়, ফুল ফোটে ডালে ডালে...
সুগন্ধ ছড়াবে বলে প্রাণ মেলে দেয়,ঢেলে দেয় অফুরান...

একদিন

বাতাসে মিশে থাকা বিষাক্ত-কণা
তাকে আর বাঁচতে দেয় না
নিঃস্ব করে দেয় জীবন-সংঘাত!



পৃথিবীর সব কিছু সুখ, সব কিছু প্রাপ্য যে তার
বঞ্চিত করে রাখে
এক অনাদরে অবহেলায়
পৃথিবীর সব কিছু পাওয়া
সব চাওয়া
লুটিয়ে দিয়ে সব    বিদায় নিতে হয় ।

পৃথিবীর সব.....সব কিছু
সবার জন্যে নয়
শুধু মিছে এ জীবনের সব টানাটানি ।