আজ বেলুড় মঠে রাত কাটানোর পর স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে সকালে যুব উৎসবে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল আটটা নাগাদ বেলুড় মঠের মন্দিরে যান প্রধানমন্ত্রী। মূল মন্দিরে গিয়ে প্রণাম করেন। পুজো দেন। স্বামী বিবেকানন্দের ঘরে পুষ্পার্ঘ নিবেদন করেন ।

এখান থেকে নেতাজী ইন্ডোরে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যান তিনি। এই অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করেন- পরিবর্তন হল কলকাতা বন্দরের নাম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এখন থেকে কলকাতা বন্দরের নাম হল 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর'।