Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংযোগ যাত্রায় বিদ্যালয় পরিদর্শনে বি.ডি.ও.


SER-20: আজ দক্ষিণ কিশামত দশগ্রাম নিউ প্রাথমিক  বিদ্যালয় পরিদর্শনে এলেন  দিনহাটা দুই  নং ব্লকের  সমষ্টি উন্নয়ন আধিকারিক  জয়ন্ত দত্ত  সহ দুই  নং ব্লকের   বিভিন্ন পদাধিকারীরা। 

সংযোগ যাত্রার অংশ হিসাবে বিদ্যালয় পরিদর্শন করলেন এবং  বিদ্যালয়ের  মাশরুম বাগান  সহ সমস্ত কিছু  ঘুরে  দেখলেন |

এলাকার অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের   "বিভিন্ন সমস্যা সমাধানে  সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন "।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৈকত সরকার এবং সহ শিক্ষক শ্রী সঞ্জীব বর্মন ও অজয় সাহা একসাথে 2 নং ব্লকের সকল আধিকারিকদের পেয়ে তারা খুব খুশি এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত মান উন্নয়নের জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে আবেদন রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code