![]() |
pic source: rajgovt |
আজ দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশ প্রকাশিত করল । এই নোটিশ টি মূলত ইন্টারভিউ এর মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে হবে সেই সংক্রান্ত।
প্রাথমিকে টেট 2015 ভুল প্রশ্ন মামলার একটি গুরুত্বপূর্ণ রায়ে কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের 3 রা OCT 2018, সিঙ্গল বেঞ্চ এর রায়ই বহাল থাকবে।
ফলে নতুন করে আরও অনেক অনেক চাকরিপ্রার্থীর ভাগ্য খুলতে চলেছে বলে মনে করা হচ্ছিল।
ঐ কেসে সিঙ্গল বেঞ্চ রায়দিয়ে জানিয়ে ছিল যে 2015 প্রাথমিকে টেট এ 6 থেকে 7 টি প্রশ্ন ভুল ছিল । ফলে কোর্ট পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত মামলাকারী আছে তাঁদের কে উক্ত নাম্বার দিয়ে যদি পাস করে তাহলে তাঁদেরকে চাকরি দিতে হবে এবং তা তিনমাসের মধ্যে।
কিন্তু দীর্ঘ দিন অপেক্ষার পরও সেই সমস্যার সমাধান না পাওয়ায় আবার জানুয়ারি 2019 প্রতিভা মন্ডলরা contempt of court orders case file করে যার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে।
আজ দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশ প্রকাশিত করল । এই নোটিশ টি মূলত ইন্টারভিউ এর মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে হবে সেই সংক্রান্ত।
প্রতিভা মন্ডলের যে ভুল প্রশ্ন মামলা থেকে এই নিয়োগ করা হবে তবে তার আগে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ এর তারিখ দেওয়া হয়েছে আগামী 15 ই জানুয়ারি 2020 থেকে এবং সময় দেওয়া হয়েছে বেলা 11 থেকে বিকাল 5 টা পর্যন্ত।
মোট ৩৭ জন সুযোগ পেয়েছে ইন্টারভিউএ বসবার। সম্পূর্ণ লিস্টটি ডাওনলোড করতে নীচের ছবিটিতে ক্লিক করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊