নো এনআরসি, নো সিএএ ও নো এনপিআর এই দাবীকে সামনে রেখে কোচবিহার জেলায় আজ মহামিছিল করে তৃণমূল কংগ্রেস।
মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী,মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ , কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ, জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায়, কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী , জলিল আহমেদ, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সহ শীর্ষ নেতৃত্ব।
এদিন মিছিল থেকে ফেরার সময় দেওচড়াই এর তৃনমূল কর্মী বোঝাই একটি গাড়িতে আক্রমণ হয় বলে অভিযোগ ওঠে বিজেপি র বিরুদ্ধে। কোচবিহার হরিণচড়া এলাকাতেও একই ঘটনা ঘটেছে বলে অভিজোগ ওঠে I এর প্রতিবাদে তৃণমূল কর্মিরা ঘণ্টাখানেক পথ অবরোধ করে রাখে। তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে জেলা তৃনমূল কার্যকরি সভাপতি পার্থ প্রতিম রায় ঘটনাস্থলে পৌঁছালে আবরোধ তুলে নেয়। পার্থ প্রতিম রায় ঘটনার বিবরণ দিয়ে জানান- "আজ কোচবিহার মহামিছিল থেকে গাড়ি করে তৃণমূল কংগ্রেস কর্মীরা ফেরার পথে হরিনচোড়ায় বিজেপি গুন্ডাবাহিনী পাথর ছুড়ে ভেংগে দেয় একটি গাড়ি। গাড়িটিতে পুরুষ মহিলা মিলে ৫০ জনের মতো দলীয় সমর্থক ছিলেন। ধিক্কার জানাই বিজেপির এই কাপুরুষোচিত কান্ডকে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊