এমনিতেই হস্টেলে ফি বৃদ্ধির প্রতিবাদে জেএনইউ-তে পড়ুয়াদের প্রতিবাদ চলছিলই। তার জেরে ক্যাম্পাসে একটু উত্তেজনা ছিলই। তারই মধ্যে রবিবারের হামলার ঘটনা, যাতে এবিভিপির ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে জেএনইউ-এর পাশে প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানই।


রবিবার সন্ধেবেলা গার্লস হস্টেলে মুখ ঢাকা ‘বহিরাগত’দের তাণ্ডবে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের মাথা ফেটে যাওয়ার মতো গুরুতর ঘটনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে নিন্দায় সরব সব মহল। 

রাত না কাটতেই জেএনইউ ক্যাম্পাস থেকে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে নানা দিকে। আজ, সোমবার দেশজুড়ে বিক্ষোভে ডাক দিয়েছে এসএফআই সর্বভারতীয় নেতৃত্ব।


কলকাতাতেও রাজ্য নেতৃত্বের তরফে হবে প্রতিবাদ। রবিবার রাতেই তা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। একই কর্মসূচি পালনি করবে মুম্বই, আলিগড়, পুনে, হায়দরাবাদের এসএফআই নেতৃত্বও।