গত চার মাস ধরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ‍্যালয়ের ছাত্র ছাত্রীদের ফি বৃদ্ধির প্রতিবাদে একের পর এক বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়। কার্যত সেই বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বড় স্বস্তি দিল দিল্লী হাইকোর্টের নির্দেশ। 

শুক্রবার দিল্লী হাইকোর্টের নির্দেশ, যে সব ছাত্র-ছাত্রীরা নয়া শিক্ষাবর্ষে এখনও রেজিস্টার করতে পারেননি, তাঁরা পুরনো হস্টেল ফি-তেই পরীক্ষার জন্য ফর্ম ভরতে পারবেন৷ যার নির্যাস, হস্টেল ফি বাড়ছে না৷ একই সঙ্গে JNU কর্তৃপক্ষকে হাইকোর্টের নির্দেশ, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াতে হবে, কোনও লেট-ফি ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া যাবে না৷

হাইকোর্টের এমন নির্দেশে স্বস্তির নিঃশ্বাস JNU ছাত্রছাত্রীদের।