প্রতিমাসেই মাস ভিত্তিক জন্মদিন পালন করা হয়। স্কুল যেন এভাবেইও হয়ে ওঠে সুখি গৃহ-স্কুলের সবাই যেন পরিবার। আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় এভাবেই এক অন্য নজির গড়ে তুলেছে। 

ইতিমধ্যে এই ঘটনা এলাকায় বেশ পরিচিতি লাভ করেছে। সম্প্রতি ২৩ জানুয়ারি 'সেতু' নামের সামাজিক এক সংগঠন উপস্থিত হয় তাদের একজন সদস্যের জন্মদিন উপলক্ষ্যে। এখানে সব ছোটদের সাথে পালন হয় তারও জন্মদিন। 

শুধু তাই নয় হরিহরপাড়ার রুকুনপুর হাইস্কুলের সহকারী শিক্ষক কিশোর কুমার দাস দিয়েছেন একশত ব‌ই ভ্রাম্যমান গ্রন্থাগারের জন্য। এমনবকি  বিদ্যালয়ের পক্ষ থেকে চারজন গুণী মানুষ কে সম্মানিত করা হয়। 

বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিশোর কুমার দাস, ভাস্কর শিল্পী শীর্ষেন্দু দাস, শিক্ষারত্ন পানপিয়ারা খাতুন ও সেতু সংগঠনকে। 


বিস্তারিত শুনুন ভিডিওতে