পূর্ব ঘোষনামতোই ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বা সিডিএস পদে নিয়োগ করা হলো। সেনাপ্রধান পদ থেকে অবসর নিয়ে মঙ্গলবার সিডিএস পদে যোগ দিলেন দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত।

   প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, তাঁর প্রধান দায়িত্ব তিন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন ও অস্ত্র বরাদ্দে কাটছাঁট। তাঁর বেতন হবে তিন বাহিনীর প্রধানের সমমানের।

  দেশের পরবর্তী সেনাপ্রধানের পদে বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হবেন মনোজ মুকুন্দ নারাভনা। তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বিপিন রাওয়াত।

   মঙ্গলবার সিডিএস এর সরকারি উর্দি প্রকাশ্যে এনেছে এডিজিপিআই (Additional Directorate General of Public Information)। এই উর্দির অংশবিশেষ হিসেবে বেল্ট বাকল, বোতাম, কাঁধের ব্যাজ আর পিকড টুপির ছবি টুইট করা হয়েছে।