সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। এই আবহে আজ কেরল বিধানসভায় সিএএ বাতিলের প্রস্তাব পাশ হয়েছে। আর আজই স্বরাষ্ট্র মন্ত্রক  সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে অনলাইনে করার কথা ভাবছে কেন্দ্র। 

রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকটি অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁরা সিএএ বাস্তবায়িত করবেন না।

বর্তমানে আইন অনুযায়ী, জেলাশাসকের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেন, ‘‘নাগরিকত্বের জন্য আবেদন, তথ্য যাচাই এবং নাগরিকত্ব প্রদান— পুরো বিষয়টিই অনলাইনে করার চিন্তাভাবনা চলছে। ভাবা হচ্ছে, জেলাশাসকের পরিবর্তে বিষয়টি দেখভালের জন্য নতুন কর্তৃপক্ষ তৈরি করা হবে।’’

মন্ত্রকের দাবি, অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে চালু হলে, নাগরিকত্বের বিষয়ে রাজ্যগুলির হস্তক্ষেপের সুযোগ থাকবে না।