Latest News

6/recent/ticker-posts

Ad Code

চতুর্থ দেশ হিসেবে মহাকাশে মানুষ পাঠাচ্ছে ভারত

pic source: dnaindia


আমেরিকা, রাশিয়া ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে মানুষ পাঠাবে ভারত। ২০২১ সালে গগনযান মিশনে প্রথমবার মহাকাশে মানুষ পাঠাবে ভারত তার আগে পরীক্ষামূলকভাবে রোবট পাঠাবে ইসরো। কোনো খামতি রাখতে চায় না ইসরো তাই এই মিশনের আগে রোবট পাঠানো হবে মহাকাশে। এরজন‍্য তৈরি করা হয়েছে মহিলা রোবট, যার নাম ব‍্যোম মিত্র। এদিন বেঙ্গালুরুতে সেই রোবটকে সামনে আনলো ইসরো। 



মহাকাশে মানুষ পাঠিয়ে ফেরৎ আনা যাবে কিনা তার জন‍্য গগনযান অভিযানের আগে দু-বার মানববিহীন বিমান পাঠানো হবে। মহাকাশ থেকে তথ‍্য পাঠাবে রোবট। 



২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার মহাকাশে যাবে হিউম্যান স্পেস প্লেন। দ্বিতীয় বিমান যাবে ২০২১ সালে। ২০২১ এ গগনযান অভিযান সফল হলে নয়া নজির গড়বে ভারত। ভারতের মুকুটে যুক্ত হবে নতুন পালক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code