SER-10,ময়নাগুড়িঃ গতকাল রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের পুরাতন বাজারের ধরলা ব্রিজের নিচে হঠাৎ করে জ্বলে ওঠে আগুন । 

ব্রিজের নিচে আগুন লাগার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা ময়নাগুড়ি শহর জুরে। তবে বড়ো দূর্ঘটনা ঘটার আগেই ঘটনাস্থলে ছুটে আসে একটি দমকলের ইঞ্জিন। দমকল ইঞ্জিন এসে পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় স্থানিয় সূত্রে । 

স্থানীয় মানুষের অনুমান, বিয়ে বাড়ির পটকা বাজির আগুন থেকে এই আগুনের সৃষ্টি অথবা ব্রিজের নিচের জমে থাকা প্লাস্টিকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তবে আসল ঘটনা কি সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেনা।