Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত বনধ্ এ যাত্রী হয়রানি রুখতে আজ অতিরিক্ত বাস বাংলায়


   তৃণমূল ও রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদের ডাকা বনধ্ এর বিরোধিতা করে এসেছে বরাবরই। আজ, বুধবার বাম-কংগ্রেসের ডাকা ২৪ ঘণ্টার ভারত বন্‌ধের প্রভাব যাতে পশ্চিমবঙ্গে না-পড়ে, তার জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে রাজ্য প্রশাসন। জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর সরকার।

   বন্‌ধের মোকাবিলায় আজ ২২% অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। রাজ্য পরিবহণ নিগমের রোজ ৯০০ টি বাস চলে, সেখানে আজ চলবে ১১৫০ টি বাস। দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগম ৬৯২টির জায়গায় চালাবে ৮২৬টি বাস। উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম আজ ৬৫৫টি বাস চালাবে, যা প্রতিদিন চলা বাসের সংখ্যার তুলনায় ৫০টি বেশি। 

   পরিবহণ দফতর সূত্রে জানানো আগাম সতর্কতা হিসেবে প্রতিটি গাড়ির বিমা করানো হয়েছে। বন্‌ধের দিন কোনও গাড়ি ক্ষতিগ্রস্ত হলে সেই বিমার অধীনে ছ’লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code