বৃষ্টির আঁচে সাময়িক রেহাই মিললেও ধোঁয়ার পুরু চাদরে ঢেকে গিয়েছে অস্ট্রেলিয়া। পূর্ব উপকূলে সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত বৃষ্টি হয়েছে ঠিকই। যদিও তাতেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল।

অসহায় অবস্থা প্রতিটি প্রাণীর। দাবানলে প্রাণ বাঁচাতে একনাগারে পশুপ্রাণীদের আর্তনাদের আওয়াজ আসছে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে।

দাবানলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া প্রদেশের বেশ কিছুটা অংশ। অস্ট্রেলিয়ার এহেন ভয়ঙ্কর পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি-সহ আরও বেশ কিছু দেশ।

দু'সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও জ্বলছে অস্ট্রেলিয়া। 

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দিন দুয়েকের মধ্যেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে কীভাবে নিয়ন্ত্রণ সম্ভব দাবানল? সেই আশঙ্কাতেও ভুগছে অস্ট্রেলিয়া।