ধূপগুড়িতে বাইসনের তান্ডব, আহত ১০

SER-10,ময়নাগুড়ি, ২৯ জানুয়ারি: আজ বুধবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির হাসপাতাল পাড়া  এলাকায় চলছে ৫টি বাইসনের তাণ্ডব। ৫টি বাইসনের তাণ্ডবে এখনও পর্যন্ত আহত হয়েছেন ১০জন। এবং গুরুতর আহত হয়েছেন ৫জন। তাঁরা ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ বাইসনের তান্ডবের জেরে আতঙ্কিত গোটা ধূপগুড়িবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগ এবং মোরাঘাট রেঞ্জের কর্মীরা । তার সাথে রয়েছে বিশাল পুলিশ বাহিনীও। এখনও পযর্ন্ত বাইসনদের ওপর  ঘুমপাড়ানি গুলি চালিয়ে ধরার চেষ্টা চলছে।