বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা তাদের চার দফা দাবি নিয়ে কোচবিহার জেলায় এ আই অফিসে স্মারকলিপি প্রদান করলেন ।
শিক্ষককের দাবী, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারি স্কুলে স্বল্প বেতনে (১০০০-২০০০ টাকার বিনিময়ে) পাঠদান করেন । দিনে অন্তত তিন থেকে চার টি ক্লাস নেন এবং বিভিন্ন ক্লাস ছাড়া বিদ্যালয়ের অন্যান্য কাজ যেমন মার্কসিট তৈরি ইত্যাদি কাজ তারা করে থাকেন ।
তাদের চার দফা দাবির মধ্যে হল
১) স্থায়ীকরণ
২) সাম্মানিক ভাতা প্রদান
৩) সংরক্ষণ
৪) অবসরকালীন সময়ে এককালীন ভাতা প্রদান ।
সারা পশ্চিবঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় বারো হাজার আংশিক সময়ের শিক্ষক রয়েছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊