Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নামে FIR


রবীন মজুমদার:
মহারাষ্ট্রে সরকার দখলকে কেন্দ্র করে, বিজেপির সঙ্গে শিবসেনার সখ্য ইতিমধ্যেই ঘুচেছে। এ বার পশ্চিমবঙ্গেও দুই গেরুয়া দলের মধ্যে বিরোধ প্রকাশ্যে এল। ভারতীয় জনতা পার্টি (BJP)-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে নালিশ ঠুকলেন শিবসেনার রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার মহাশয়। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় আন্দোলনে নামা লোকজনকে সম্প্রতি খুনের হুমকি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় তিনি বলেন, সিএএ বিরোধী আন্দোলনকারীদের গুলি করে মারা উচিত। দিলীপ ঘোষের সেই মন্তব্যের প্রেক্ষিতেই রাজ্য মানবাধিকার কমিশনে গতকাল(28/1/2020) অভিযোগ দায়ের করেছেন শিবসেনার পক্ষ থেকে শিবসেনার রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার মহাশয়।শিবসেনার রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, 'দিলীপ ঘোষ এটা বলতেই পারেন না, যাঁরা ট্রেনে আগুন দিয়েছে, তাঁদের গুলি করে মারা উচিত। দেশে আইন বলে একটা ব্যাপার আছে।' কেন্দ্রের শাসকদল বিজেপির একজন নেতা ও সাংসদ হয়ে দিলীপ ঘোষ কী করে, এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন শিবসেনার রাজ্য প্রধান। অশোক সরকারের কথায়, 'আরও অনেক সংগঠনের সঙ্গে আমরাও সিএএ'র বিরোধিতা করেছি। ফলে, দিলীপের খুনের হুমকিতে নিজের জীবনের সঙ্গেই সহকর্মী, সহযোদ্ধাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।' সেই উদ্বেগ থেকেই পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়ে তিনি চিঠি লিখেছেন।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code