SER 21ঃ 

সরস্বতী পূজা কে কেন্দ্র করে উৎসবের চেহারা নিল দিনহাটা শহর। এদিন দিনহাটা হাইস্কুল,দিনহাটা গার্লস হাইস্কুল, গোপাল নগর এম এস এস হাইস্কুল,সোনীদেবী জৈন হাইস্কুল, জ্ঞানদা দেবী গার্লস স্কুল  দিনহাটা সারদা শিশু তীর্থ, রবীন্দ্র বিদ্যাপীঠ, দিনহাটা আই টি আই কলেজে সাড়ম্বরে দেবী সরস্বতীর পূজা  হয়।

দিনহাটা সারদা শিশু তীর্থের প্রধান শিক্ষক জানান প্রতিবারের মতন এবারেও দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয় এবং আগামী দুদিন ধরে বিদ্যালয়ের শিশুদের নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া দিনহাটা সংহতি ময়দানে 'বাকি আড্ডা' পুজা কমিটির উদ্যোগে পূজার আয়জন করা হয়, সেখানেও ছাত্র ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতন।

এদিন রাস্তায় তিব্র যানজটের সৃষ্টি হয়।
বিস্তারিত ভিডিওতে-