Latest News

6/recent/ticker-posts

Ad Code

PUBG খেলতে গিয়ে মৃত্যু যুবকের



মোবাইল ভিডিয়ো গেম খেলার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৭ বছর বয়েসি মহারাষ্ট্রের রাভেতের বাসিন্দা হর্ষল দেবীদাস মেমানের।

গত বৃহস্পতিবার জনপ্রিয় মোবাইল ভিডিয়ো গেম প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস  খেলার সময় হার্ট অ্যাটাকের শিকার হন রাভেতের শিন্ডে বস্তির ওই যুবক।

পুলিশ জানিয়েছে, তাঁর পাবজি খেলার নেশা ছিল। ওই দিন বিকেল ৪টে নাগাদ নিজের বাড়িতে বসে ওই গেম খেলার সময় হঠাত্ তিনি অচৈতন্য হয়ে পড়েন দেখে পরিবারের সকলে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁকে দ্রুত রাভেতের বন্ধওয়ে চওকের ওজাস মাল্টি স্পেশ্যালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাঁকে পিম্পরির যশবন্তরাও চহ্বন মেমোরিয়াল হসপিটালে রেফার করেন। সেখানে চিকিত্সা চলাকালীন শুক্রবার রাতে হর্ষল মারা যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code