SER-23, বাঁকুড়া, ১৯জানুয়ারী : দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং সমাজ সেবার ব্রত নিয়ে বাঁকুড়ার মেজিয়ায় গড়ে উঠছে ' ' আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন' ' । 

দুঃস্থ মানুষদের সেবার্থে দুর্গাপুর প্যারামেডিক্যাল কলেজের সহযোগীতায় , মেজিয়া পোস্ট অফিস সংলগ্ন কালি মন্দিরে আজ একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় '' আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশনের'' উদ্দ্যোগে । 

এদিন সকাল দশ'টা থেকে শুরু হয় এই চক্ষু পরীক্ষা শিবির । শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্যারামেডিক্যাল কলেজের বিশিষ্ট চিকিৎসকগণ । এবং তাদের মাধ্যমেই চক্ষু পরীক্ষার প্রক্রিয়া শুরু হয় । 

' 'আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন' ' এর সদস্যরা জানায় , এই শিবিরে প্রায় ৮০জন রোগী চক্ষু পরীক্ষা করন । এদের মধ্যে ১৫ জনের চক্ষু ছানি নির্ণয় করা হয় । এবং তা অপারেশনের ব্যবস্থা করা হয় । এছাড়া তারা আরো জানায় , আমরা প্রত্যন্ত গ্রামের দুঃস্থ মানুষদের পাশে থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি ।