Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে বামনহাটে ধরা পড়লো ডেকোরেটার্সের দোকানে চুরি করা চোর

অবশেষে বামনহাটে ধরা পড়লো ডেকোরেটার্সের দোকানে চুরি করা চোর

Bamanhat news


দিন দুপুরে বামনহাটের একটি ডেকোরেটার্সের দোকানে চুরি হয়েছিল, খোয়া গিয়েছিল বৈদ্যুতিক তারসহ অন্যান্য জিনিসপত্র। আর সেই চোর ধরা পড়লো বামনহাট কলোনির মাঠ সংলগ্ন এলাকা থেকে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় নাগাদ ডেকোরেটার্স মালিক একটি কাজের জন্য বাইরে গিয়েছিলেন সেই সময়ে দোকানটি ফাঁকা ছিল তার সুযোগ নিয়েই এক ব্যক্তি সেই দোকানে ঢুকে বৈদ্যুতিক তার সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এরপর মালিক এসে সেই তার খুঁজতে গিয়ে না পেয়ে দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ দেখতে আরম্ভ করে। সিসিটিভি ফুটেজ দেখতে গিয়েই হতবাক ডেকোরেটার্স মালিক নিখিল অধিকারী তিনি লক্ষ্য করেন এক ব্যক্তি তার দোকানে ঢুকে জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে চম্পট দেয়। এরপর অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু সেই ব্যক্তিকে এলাকায় দেখা পাওয়া যায়নি। 


এদিন বামনহাট কলোনির মাঠ সংলগ্ন এলাকায় সেই ব্যক্তিকে দেখতে পায় এক স্থানীয় বাসিন্দা, দেখেই সে খবর দেয় নিখিল অধিকারীকে, এরপর সেখানে গিয়ে ওই চোরকে উদ্ধার করে বামনহাটে নিয়ে এসে জিজ্ঞাসা করা হলে ওই ব্যক্তি স্বীকার করে যে সে চুরি করেছে কিন্তু জিনিসপত্র গুলি কোথায় রেখেছে তা সঠিকভাবে বলতে পারছে না সে এরপর খবর দেওয়া হয় স্থানীয় সাহেবগঞ্জ থানায় পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা অনেকেই বলছেন বামনহাটের মতন এলাকায় দিনে দুপুরে চুরি হওয়া চাঞ্চল্যের বিষয় অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রশাসনের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code