আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ২রা জানুয়ারী: তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের মাঠে ওকড়াবাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনা দুইদিন ব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
বুধবার সন্ধ্যাবেলা এই অনুষ্ঠানেই ওকড়াবাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় NRC, CAA এর তীব্র বিরোধীতা করে "মুই এলা কোটে যাং...." নাটক পরিবেশন করা হয়।
নাটকের চরিত্রে দেখা যায় ওকড়াবাড়ীর বেশকিছু তৃণমূল নেতৃত্ব ও সদস্যবৃন্দের। বিশেষ করে পেটলা নবীবকস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের অভিনয় নাটকটিকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। অনুষ্ঠানের অরম্ভ থেকেই মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ন ছিল।
সকলেই এই নাটকের প্রশংসা করেন। দর্শকদের উল্লাস ও তীব্র উত্তেজনায় নাটকটি স্বার্থক হয়েছে বলে মনে করছে বিশিষ্ট মহল।
অন্যদিকে, রাত ৯টা নাগাদ অনুষ্ঠানে পৌঁছান জেলা পরিষদ কর্মদ্যক্ষ নুর আলম । তিনি উপস্থিত দর্শক সাধারনের জন্য সামান্য কথা রেখেই মঞ্চ ছাড়েন। এরপর রাত্রি প্রায় ১টা অবধি কোচবিহার ও শিলিগুড়ি থেকে আগত শিল্পী ও এলাকার ক্ষুদে শিল্পীরা মঞ্চ কাপিয়ে তোলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊