Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যতিক্রম বিনিময়-অনামিকা বিশ্বাস

ব্যতিক্রম বিনিময়
অনামিকা বিশ্বাস

আবার এক নিকষ কালো ভোরকে দেখার পালা।
লিনকিনপার্ক প্রিয় ঘুমহীন ক্লান্ত চোখে
রোজ সকালের শার্টটা অভ্যাসহাতে গুঁজে,
সাতবার আকাশ-পরিমাণ ধূলিসাৎ এর
কানদুটোর শ্বাস নেওয়ার এক বাড়বাড়ন্ত চেষ্টা।

যে ক্যানভাস ঝলমলে, রঙ ঝরত অবিরত;
ধুলো জমেছে তাতেও, বহুদিন।
যে কন্ঠ ঝরঝরে, ঝরত সুর অবিরত;
জং পড়েছে তাতে আজ অনেকদিন।

এজাতের বন্ধঘরের হারিয়ে গিয়েছে চাবি
কল্পনাভরা পেটের এক দুর্দান্ত অভিনয়ে,
হয়ত একদিন শান্ত হবে পৃথিবী
কোনও এক কায়া কিংবা মননের বিনিময়ে!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code